একটা ত্রিভুজ অনবরত ঘুরছে মাথার ভেতর
না। আমি পাগল নই!
রেখা টানলেই এখন বয়ে চলে নদী
টেরাকোটায় আটকে থাকে মানুষের স্বপ্ন।
সব আত্মার ছলনা নয়
বারো মাস কারো বুকের ভেতর বাজে বাঁশি
বহতা জীবন- নিজস্ব কিছু দুঃখ থাকে
থাকে শুকনো পাতার মতো কিছু অভিমান।
মুখ বাড়ালেই শুধু ঈশ্বর আসে না
গন্ধ আসে- বাজে গন্ধ!
পথের এখন বিচিত্র রং
নদীরা জেগে উঠলে পথ খুঁজে পাবে না জানি
মাথার ভেতর - একটা ত্রিভুজ-
হিসেব মিলছে না কিছুতেই।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


