অন্ধকার রাতে মাটির গভীর থেকে উঠে আসছি
পিরামিড শহর!
আমাদের চোখের সামনে গড়ে ওঠা ফিকশান
ঘুমের ওষুধে ডুবে আছে সব মমি!
সুর উঠছে ধূসর মেঘে!
প্রচন্ড মিথ্যেবাদীর মতো করে
শহরে আগমন করে নুতন মানুষ
অতিক্রম করে যায় এনালগ সময়
নিদারুণ দুর্ভিক্ষের সামনে
অসহায়ের মতো পিরামিড ঘরে ঘুমিয়ে থাকে মমি।
শহরে আসা নতুন মানুষ-
বিস্ময় চোখে তাকিয়ে থাকে শুধু!
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


