দূরত্ব এতোটাই বেড়ে গেছে যে
আমাদের মাঝে শোভাবর্ধন করছে মৃত্যুফাঁদ
অথচ পোস্টমর্টেম রিপোর্ট বলছে অন্য কথা
ধূলোমাখা সেইসব অতীতের দিন, নিরেট মৃত্যু ঘ্রাণ
সাঁতরে গেছি কৈশোর বয়োঃসন্ধিকাল
আহ যৌবনের নগ্নতা!
প্রহসনের মুখোমুখি দাঁড় করিয়ে দিল আমায়।
এমন কতো বিরুদ্ধ স্রোত চলে গেছে
জন্মের ফাঁদে আটকে গেছে যাযাবর জীবন
ফিনফিনে দুঃখ দ্বারা ভরেছি লাভের ব্যাগ
আলতো ছোঁয়ায় এঁকেছি যে দেহের ছবি
সেতো ছিল এক ভুলের ক্যানভাস
লাটিমের মতো ঘুরে ঘুরে শুধুই বাড়িয়েছি পথের দেনা
রাতের জরায়ুতে লেগে থাকে মাতৃত্বের ঘ্রাণ।
আহ্ গোপন উল্লাস
পেঁচার চোখ নিয়ে একপাশে পড়ে থাকে ক্ষুধা
আর একপাশে পড়ে থাকে শিল্পকলার মুগ্ধবোধ
অনিবার্য টানে মাঝেমধ্যে ছুটে যাই যুবতী আকাশ পানে
যেনো শঙ্খডানার চিল।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮