বিছানায় শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম ওয়ালীর সাথে ফোনে কথা হচ্ছে । বাসা থেকে ওয়ালীর ওখানে প্রায়ই ফোন করা হয় এবং অনেক আজাইরা প্যাঁচাল পারি দুইজনে । আজকে দাদার সাথে কথা বলার জন্য তাড়াহুড়া করে উঠে আসছিলাম কিন্তু এরই মাঝে ফোন রেখে দিল ।
কি আর করা, এখন যদি বাসার সবাইকে বলি দাদার সাথে কথা বলার জন্য আরামের ঘুম হারাম করে ছুটে এসেও কথা বলতে পারি নাই তাহলে তো সবাই খেপাবে, তাই এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে কম্পিউটারে বসলাম ( সৌভাগ্যক্রমে কম্পিউটার খালি ছিল ) । ভাব দেখালাম ঘুম আসছে না তাই উঠে আসা । yahoo তে sign in করেই দেখি শাওন । কথা বলার সময় শাওন বলল যে, সে নাকি ওয়ালীর বাসায়



সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৬ বিকাল ৪:০২