। কিন্তু শাওন তোকে কিন্তু পিচ্চি বলে ডাকতেই আমাদের বেশী ভালো লাগবে
শাওনের সাথে এই ব্লগের মাধ্যমেই পরিচয় । আমার একটি পোস্টে ও এমনভাবে মন্তব্য করেছিল যে আমি বেশ অবাকই হয়েছিলাম । পড়ে ওয়ালীকে জিজ্ঞেস করে ওর সম্পর্কে পুরোপুরি জানতে পারি । এরপর তো yahoo, msn এর মাধ্যমে আমাদের ভাইবোন সম্পর্ক স্থাপিত হল । আমার অবশ্য অনেকগুলো ছোট ভাইবোন আছে তারপরেও কেন জানি পিচ্চিটাকে ছোট ভাই ভাবতে ভালোই লাগে । আর এখন তো ওয়ালীর চাইতে শাওনের সাথেই বেশী যোগাযোগ হয় ।
শাওন, তুই তো নিজেরে ভালো ছেলে বলিস আর ভালো বাবু হয়েই থাকতে চাস । কাউকে মাইর দেয়া, ঝাড়ি দেয়ার কথা হয়তো তুই চিন্তাই করতে পারিস না....তাই না? কিন্তু 18তম জন্মদিনে আমি তোকে একটু সাহসী হওয়ার (বদ)পরামর্শ দিব । শোন পুরোনো একটা গান আছে....সব দুষ্ট ছেলেরাই লক্ষী
সব বাঁধনহারা পক্ষি.....
তোর কখনো বাঁধনহারা হতে ইচ্ছে করে না? তাহলে এটাই উপযুক্ত সময় । তোর যা খুশি তাই করবি.....বাবা-মায়ের কথা কিছুটা অগ্রাহ্য (পুরোপুরি না কিন্তু) করবি, রাস্তাঘাটে কিংবা স্কুলের ফাজিল ছেলেগুলো ( র্যাসিস্ট ) যদি তোকে খঁ্যাপায় চোখকান বন্ধ করে ধড়ামম করে একটা ঘুষি লাগিয়ে দিবি.....মোট কথা তোর যা করতে ইচ্ছ করে সব করারই চেষ্টা করবি যেন বুড়ো বয়সে আফসোস করতে না হয় । আর এজন্য তোকে তোর স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগ দিতে হবে । একটু ব্যায়াম-ট্যায়াম করিসরে ভাই ......শরীরের যা হাল হয়েছে ....
। এই শরীর নিয়ে মারামারি করতে গিয়ে পরে পালটা মাইর খাইয়া আসবি আর সব দোষ দিবি আমার উপর.....তাই আগে স্বাস্থ্য ঠিক করে নিস...
যাই হোক শাওন.....তোর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা .....
আজ এই দিন
হয়েছে রঙীন...
হাসি গানে যেন ভরে
থাকে প্রতিদিন...
শুভ জন্মদিন
HaPpY BiRtHdAy To YoU-oU-oU....
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৬ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




