জায়গা ঠিক করা হয় নি....সবাই এসে পৌঁছুলে সিদ্ধান্ত নেয়া হবে....তবে খাবার-দাবার সব ঠিকঠাক করে রাখা আছে......
আমরা মোট 6জন ব্লগার মিলে এ পিকনিকে যাচ্ছি...আমি, শর্মী, রশ্মি আপু, দাদা, বাইন্ডুলে এবং রাফাত আর আতিয়া যাচ্ছে ফাউ হিসেবে । এদের মধ্যে আমি আর শমর্ীই নিয়মিত পোস্ট করি...অন্যরা 2/1টা পোস্ট আর মন্তব্য করে মোটামুটি ক্লান্ত হয়ে পড়েছেন ।
এই মুহূর্তে ওয়ালী, ফারিয়াল আর শাওনের কথা মনে পড়ছে.......যাই হোক, পিকনিক থেকে ফিরে এসে কাহিনী বর্ণনা করব.....সবাই দোয়া করিয়েন
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০