ইচ্ছে
হঠাৎ করে ইচ্ছে জাগে চার চারটি কবিতা লেখার
রবীন্দ্র, নজরুল, জীবনানন্দ এবং জসীম উদ্ দীনের মত করে
আপ্লুত, বিদ্রোহী, দূবের্াধ্য কিংবা সরল...
প্রকৃতি, প্রেম, যুদ্ধ ও ভাটিয়ালী আবহে
চার চারটি কবিতা ।
তারপর,
ইচ্ছে জাগে চার চারটি নোবেল
একাই দখল করি
অথবা
মৃতু্য আসুক একই সাথে চারবার
পাপের জন্য, প্রেমের জন্য, ঘৃণা এবং কবিতার জন্য ।
10.4.2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০