২০০১ সাল থেকে নতুন বছর এলেই আমি বিশেষভাবে একটি দিনের অপেক্ষায় থাকি। ২০০৯ সালের সেই বিশেষ দিনটি আজ ০৯ সেপ্টেম্বর, গত বছর দিনটি ছিল ০৮ আগস্ট, আগামী বছর দিনটি হবে ১০ অক্টোবর তার পরের বছর ১১ নভেম্বর তার পরের বছর ১২ ডিসেম্বর এবং ১২ ডিসেম্বর এর পর আর এই ভাবে কখনোই এ দিন গুলোকে পাওয়া যাবে না।
এ দিন গুলোর মহত্ব হলো তারিখ লেখার ক্ষেত্রে যেমন আজ ০৯-০৯-০৯, গত বছর ছিল ০৮-০৮-০৮, আগামী বছর হবে ১০-১০-১০, তার পরের বছর ১১-১১-১১ এবং তার পরের বছর ১২-১২-১২- এবং সেই সাথে শেষ এই মজার এবং তাৎপর্যপূর্ণ "দিন-তারিখ" অধ্যায়ের।
আমার সাথে যারা এই ভাবনায় ছিলেন তাদেরকে ধন্যবাদ, যারা যুক্ত হলেন তাদেরকে অভিনন্দন। সকলের জন্য শুভকামনা।।।।।।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




