বাবাই এর বাবা শিবলি জীবন-মত্যুর মাঝামাঝি। তাকে বাবাই এর কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টায় বিত্তবনেরা দয়াকরে এগিয়ে আসুন। আপনার সন্তানের সাথে বাবাইকে একটু ভাবন, ওর ঈদের কথাটা একটু ভাবুন।
আগামী ঈদে যেন বাবাই তার বাবার গলা জড়িয়ে ধরে বায়না করতে পারে।
অর্থ পাঠাবার সুবিধার জন্য শিবলীর স্ত্রী কামরুন্নেছা সেলিনার দুটো ব্যাংক একাউন্ট নম্বর দিয়ে দেওয়া হলো : ১৩০ ১০১ ৪৫৭১৪, সুইফট কোড: dbbl bddh , ডাচ-বাংলা ব্যাংক লি:, জয়পাড়া শাখা, দোহার, ঢাকা এবং ২৮৯৬/৫, অগ্রণী ব্যাংক লি: , ধানমন্ডি, সাত মসজিদ রোড শাখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




