প্রার্থনা করি কাছে স্বীয় করতার,
মার্জনা কর তুমি আমি গুনাহগার।
তুমি নামে স্রষ্ঠা আমায় করেছো সৃজন,
পূর্ণতে ভরে দাও আমার এ জীবন।
হে প্রভূ! মাহফুজ হতে তুমি দিয়েছো কোরআন,
বুঝিবার তরে দাও শুদ্ধ জ্ঞান।
তুমি খোদা দয়াময় তুমি রহমান,
অধমের তরে করো রহমতের ধারা বহমান।
আমিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



