গত ১৩/০৫/২০১০ইং তারিখে বাংলাদেশ ব্যাংক ইউনিপে২ ইউ -এর ৩০ কোটি টাকা জব্দ করে। এ বিষয়ে প্রথম আলো পত্রিকায় লেখালেখি হয় এবং তাদের হেডলাইন ছিলো "প্রতারক চক্রের ৩০কোটি টাকা জব্দ"।তার পরের দিন ইউনিপে বেশ কিছু পত্রিকায় প্রতিবাদ জানায়, এবং তাদের ব্যবসায়ের ধরন সম্বন্ধে বিস্তারিত জানায়।অত:পর প্রথম আলো পত্রিকায় আরো একবার লেখা হলো "ইউনিপে২ইউ এর প্রতিবাদ ও প্রতিবেদেকর বক্তব্য"।এখানে প্রতিবেদক বলেছেন - প্রথম আলোতো ইউনিপে২ইউ এর ৩০কোটি টাকা জব্দ করেনি!
আমাদের প্রশ্ন - বাংলাদেশ ব্যাংক কি ইউনিপে২ ইউ কে প্রতারক চক্র বলেছে?
আর যদি বাংলাদেশ ব্যাংক ইউনিপে২ ইউ কে প্রতারক চক্র বলে থাকে তবে ;আমরা
( ইউনিপে২ ইউ) কিভাবে গত ৩১/০৫/২০১০ইং তারিখে হাইকোর্ট থেকে অনুমতি পাই বৈধভাবে কাজ করার।writ petition no.4187of2010 কারো বিশ্বাস না হলে এই petition no দিয়ে খবর নিয়ে দেখতে পারেন।
জি হ্যা ইউনিপে২ ইউ তার সদস্যদেরকে তার ইনভেস্টের দ্বিগুন প্রদান করছে ১০মাসে,
যেমন:- ইনভেস্ট ১লক্ষ টাকায় কোম্পানী আপনাকে দিবে ঐ টাকার ১০% আসল এবং ১০% লাভ।এই ভাবে ১০মাস পর্যন্ত কোম্পানী আপনাকে ১লক্ষ টাকার বিনিময়ে ২লক্ষ টাকা প্রদান করবে।আর এখানে যে কেউ সহজেই সদস্য হয়ে নিশ্চিন্তে ইন্ভেস্ট করতে পারেন।
বিস্তারিত জানতে- মনির ০১৯১১৮৫৪৫৪৫
সোহেল ০১৯১৩৭৩৯০১০
http://www.unipay2u.com
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১০ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




