আই সি সি ট্রোফি ১৯৯৭, ২৫ ওভারে ১৬৬, সেই থেকে বাংলাদেশ ক্রিকেট টিম এর যাত্রা শুরু। ১৯৯৮ সালে কেনিয়ার সাথে প্রথম ওয়ানডে জয়। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া। সবই এখন ইতিহাস।
১৯৯৭ থেকে ২০১০ পর্যন্ত যাহা লাউ তাহাই কদু আছে। কোন উন্নতি নাই। ওয়ানডেতে বিশাল রান অথবা ৬ উইকেট এর পরাজয় এবং টেস্টটে ইনিংস পরাজয়। আর কত। বাংলাদেশ এর মানুষও এখন পরাজয় দেখতে দেখতে ক্লান্ত। কবে তোমরা জিততে শিখবা। একই ধাচের খেলা আর কত খেলবা। তবে গত কয়েকটা সিরিজ ভাল খেললেও, আশার আলো দেখালেও, পরাজয় ত পরাজয়।
তাই বাংলাদেশ টিম এর কাছে আমাদের আবেদন, তোমরা ক্রিকেট খেলা থেকে বিরত থাক এবং আমাদেরকেও রেহাই দেও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



