এটি ঘটেছিল যখন একজন ডায়মন্ড ডিলার Potomac শহরের Robert Bernard Jewelers দোকানের মালিক George Kaufmann কে তার ডায়মন্ড দেখাছিল। হঠাৎ করে একটি ডায়মন্ড Kaufmann এর গোলডেন কালারের কুকুর Silo এর নিকট পরে যায়। সাথে সাথে সে নিচে তাকায় কিন্তু ডায়মন্ডটা খুজে পায়না। সে Silo এর মুখের দিকে তাকিয়ে দেখে যে তার মহামূল্যবান ডায়মন্ডটিকে Silo মুহূর্তের মাঝে গিলে ফেলল।
তার মতে-"When I looked in Soli's mouth, there was the diamond, In a flash, he swallowed it, and there was nothing we could do."
পরের দুই দিন, ডিলার প্রতিদিনই আশা নিয়ে আসতো যে আজকে তার ডায়মন্ড ফিরে পাবে কিন্তু নিরাশ হত। অবশেষে তৃতীয় দিনের দিন সে তার ডায়মন্ড ফিরে পায়।
Kaufmann says that-"The diamond finally appeared during our poop run on third day, fully intact and fine,"
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



