
সুখের নায়ে ভেসে চল বন্ধু,
দুঃখের সাম্পান ছেড়ে।
হাসি আনন্দে মাতোয়ারা হয়ো, শুধু
আমারে যেয়ো না ভুলে।
পাবো কি না জানি না তোমার নায়ের দেখা,
তবু আশা নিয়া থাকি বসে।
কোন ঝড়ো বাতাস আনে যদি তোমায়
আমার এ কূলে টেনে।
কূল ভাঙ্গা এক গাঁয়ের মাঝি
আশা নিয়েই বাঁচি।
অহঃর্নিশি শুধু অস্থিরতায়
তব আসার পানে চেয়ে থাকি।
আসবা কখন জানতাম যদি
রাখতাম গেঁথে মালা
বিনি সুতোটাই যে নিতাম বেছে
ভাসাতাম মোর আনন্দ ভেলা।
১১/১০/২০০৫
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




