তাপসী,আজকাল কেমন আছিস জানতে চাওয়াটাও মনে হয় কেমন কেমন হয়ে গেছে তাইনা?আমরা বর্তমানে একটা কঠিন সময়ে মধ্যে আছি।না পারি নিজেদের সুখে রাখতে না পারি আমাদের চারপাশের মানুষদের সুখের জন্য কিছু করতে।সবাই যেন একটা মূখোশ পরে শুধু মেকিতাই প্রদর্শন করে যাচ্ছে।
তাই এখন কাউকে বলতে ইচ্ছে করে না,মন থেকে জানতেও ইচ্ছে করে না কেমন আছ/আছিস।
আবার নিজের ভিষন কষ্ট গুলো শুধু আড়াল করেই বাঁচতে ইচ্ছে করে।কষ্টের কথা কাউকে বলেই বা কি লাভ বল?আমার কাছে যে বিষয়টা হয়তো ভিষন কষ্টের সেই একই বিষয়টি কারও কাছে খুবই হাস্যকর।
তুই যদি চাস নিজেকে একেবারে গুটিয়ে নিবি সেটাও পারবি না।নিজেকে খোলস বন্দী করা সহজ নারে।বেঁচে থাকতে হয় তাই আমাদের বেঁচে থাকা।নিজের সাথে নিজের কি দূর্দান্ত অভিনয়।আমরা সবাই এখন পরিপক্ক অভিনেতা/অভিনেত্রী হয়ে গেছি!
সুখী মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর।সবাই কোন না কোন মনের কষ্টে ভুগে যাচ্ছে দিনের পর দিন।প্রথমে হয়তো মনের কষ্টটা কম থাকে কিন্তু পরে সেটা বাড়তে বাড়তে পাহাড় সম হয়ে দাড়ায়।সেই কষ্টের সামনে নিজেকে কি যে অসহায় লাগে তা ভুক্তভোগী ছাড়া কেই বা বলতে পারবে।কেউ বলতে পারলেও কি অন্যরা তা বুঝবে?মনের কষ্ট কেউ বোঝে নারে।
তোর কোন কিছু কখনই আমি সে ভাবে জানতে চাইনি।তুইও সে ভাবে কখনই কিছু বলিসনি।
এখন মনে হয় তুই অনেক এ্যাডাল্ট হয়ে গেছিস।তোর জন্য কখনই কিছু করতে পারিনি।তাই এক রকমের হীনমন্নতায় ভুগি।আমার যদি সামর্থ থাকত তবে আমি যে কয়েকজন মানুষকে সুখী করতাম তুই তাদের মধ্যে একজন।তোর সুখ যেমন আমাকে আনন্দিত করে আবার তোর দুঃখ গুলোও আমাকে ছুঁয়ে যায়।
আচ্ছা আমি কি কখনও তোকে বলেছি,তোকে আমি ভালবাসি?তু্ই কিন্ত নিজে থেকেই বুঝিস আমি তোকে ভালবাসি।ভালবাসার কথা সে ভাবে না বললেও চলে।একটু অনুধাবন করলে হয়তো বোঝা যায় আমাকে সত্যিকারের কে ভালবাসে।
আর কতদিন আমরা বাঁচব বল?দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি।মৃত্যুর আগে আমরা হয়তো প্রকৃত সুখের মুখ দেখে যেতে পারব না।
মানুষের অপরিনামদর্শি চাহিদার কারনে হয়তো কেউই প্রকৃত সুখী হতে পারে না।কিন্তু আমাদের চাওয়া কি খুব বেশি ছিল?তারপরও আমাদের সামান্য চাওয়া পূরন হয়নি।আমাদের লড়তে হয়েছে অভাবের সাথে,নিজের পরিবারের সাথে,আর কিছু আনকালচার মানুষের সাথে।
তোর দুঃখ গুলো আমার সাথে শেয়ার করার মত হলে করিস।হয়তো আমাকে শেয়ার করলে তোর বুকের ভেতরটা হালকা হবে।
আমি কি আর কষ্ট পাব বল।কষ্টের সাথেই তো দিন রাত্রি বসবাস।
ভাল থাকিস