এখন থেকে আর অভিমান নয়
তোমার থেকে সব অভিমান সরিয়ে দিয়েছি।
হয়তো তোমার দুঃসময়ে পাশে থাকা হয়নি
নাকি তোমার দুঃসময়ে
তুমি নিজেকে আড়াল করে রেখেছিলে আমায় থেকে।
তোমার সব সুখের সময়ও কি পাশে ছিলাম বল
কিছু সুখ কি তুমি নিজেই উপভোগ করনি একাকী?
আমি যখনই আমার মত করে চলতে গেছি
তখন সম্মুখে ঠিকই তোমার ছায়া দেখেছি।
তুমি তো তোমার মত চলেছ
কই আমি তো কখনই তোমার মত করে
ছায়া হয়ে দাড়ায়নি তোমার সম্মুখে।
অভিমান পুষে পুষে বুকের মাঝে
এক সমূদ্র অভিমান।
বললেই কি আর সমূদ্র সমান অভিমান
বুকের ভেতর থেকে সরিয়ে দেওয়া যায়।
তাই ভাবছি থাকনা অভিমান গুলো বুকের মাঝে
কিছু না থাকার চেয়ে কিছু থাকা কি ভাল নয়?
এক সময় ঠিক পোষ মানবে বুকে জমা অভিমান গুলো।
এসো তবে তোমার কোন এক ভাললাগা সময়ে
তোমার মত করে।
একটা মালা গেথে রাখব তোমার জন্য
শিউলি কিম্বা বকুলের নয়
একটি তীব্র অভিমানের মালা।
** ব্যক্তিগত কিছু সুখ দুঃখের কথা।
খেয়াল করে দেখলাম সর্বশেষ সামুতে পোষ্ট করেছি ডিসেম্বার-২০১৮ সালে! নিজেই অবাক হলাম, যে সামুতে না লিখলে মনে হত কি যেন হয়নি সেখানেই এক বছর না লিখেই কাটিয়ে দিলাম।অবশ্য এ বছরে বেশ কিছু দিন সামু বন্ধ ছিল।তবে ভিপিএন করে অনেকেই সামুতে লগইন করতেন।ব্যক্তি জীবনে কাজের ব্যস্ততা বাড়ার কারনে এখন আর সে ভাবে সামুতে সময় দিতে পারি না।তবে সময় পেলেই সামুতে ঢু মারি।প্রিয় সব লেখকদের লেখা পড়ি।আশা করি মৃত্যুর আগ পর্যন্ত সামুর সাথেই থাকব।
সব ব্লগারদের আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।আর আমার জন্য সবই দোয়া করবেন।সময়ের অভাবে এই লেখাটাও ভাল করে লিখতে পারলাম না।