ফেসবুকে সঞ্চয় পত্র নামে একটা পেজে আমার লাইক দেওয়া আছে।যারা জানেন না কোথায় টাকা রাখলে কেমন মুনাফা আসে তারা এখানে পোষ্ট দেন,পরে অনেকে সেখানে মন্তব্য করেন,প্রশ্নকর্তার উত্তর দেওয়ার চেষ্টা করেন।
কয়েকদিন আগে একজন পোস্ট দিলেন,আমি সোনালী ব্যাংকে এক লক্ষ টাকা রাখতে চাই কেমন মুনাফা পেতে পারি?
নিচে অনেকে কমেন্ট করেছেন। একটা কমেন্ট পড়ে আমি হেসে ফেললাম।
পরে ভেবে দেখলাম উনি যা বলেছেন, সঠিক কথায় বলেছেন।
উনার কমেন্টটা ছিল-এর চেয়ে বাসায় গরু পালেন লাভ বেশি পাবেন।
আমাদের দেশের বেশির ভাগ ব্যাংক গুলো দিনের পর দিন গ্রাহকদের ঠকিয়ে যাচ্ছে অথচ এটা দেখার কেউ নেই!
আমরা যারা সল্প আয়ের মানুষ ব্যাংকে টাকা রাখি তাদের জন্য এখন ব্যাংকে টাকা রাখা বিলাসিতাই বলব।
বছরে সেবার নামে দু দুবার আপনার টাকা ব্যাংক যা ইচ্ছে ভাবে কেটে নিচ্ছে। এখানে আমি আপনি একেবারেই নিরুপাই।
সোনালী ব্যাংক থেকে শুরু করে সব ব্যাংকই সঞ্চয় পত্রের উপর মুনাফা কমিয়ে দিচ্ছে।
দেশে যে ভাবে মুদ্রাস্ফিতি বেড়েছে সেখানে সঞ্চয় পত্রের মুনাফা কমে যাওয়ার কারনে সমাজের এক শ্রেনী মানুষের আয় ও কমে গেছে।
বেশির ভাগ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে।আমাদের মত সল্প আয়ের মানুষেরা এখন ব্যাংকে টাকা রাখতে ভয় পায়।
সরকারের উচিত বর্তমান সমাজের প্রেক্ষাপটে সঞ্চয় পত্রের মুনাফা আরও বাড়ানো।
আর ব্যাংক গুলো তাদের ইচ্ছে মত গ্রাহকের টাকা নিজেদের পকেটে না ঢুকাতে পারে সেদিকেও বিশেষ নজর দিতে হবে।
ব্যাংকে টাকা না রেখে গরু পালুন তাতে লাভ বেশি।মন্তব্যকারি মোটেই ভুল কিছু বলেননি।
বিস্তারিত বলার মত সময় নেই একটু কষ্ট করে আপনারা ভাবলেই এর উত্তর পেয়ে যাবেন।
সবার জন্য শুভ কামনা
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৭