আমার জন্য সবচেয়ে দুঃখের বিষয়, আপনার মারা যাওয়ার খবর আমি জানতে পেরেছি তিন মাস পরে! অথচ এই তিন মাসে আমি প্রায় ভাবতাম আপনাকে নক করি।কিন্তু আপনি ব্যস্ত আছেন এই ভেবে নক করা হয়নি।
আপনার মৃত্যুর পরে আপনাকে নিয়ে একটা স্মৃতিচারন করতে চেয়েছিলাম কিন্ত ব্যস্ততার কারনে তাও আর হয়নি।হায়রে ব্যস্ততা! নিজের কাছে নিজেরই খারাপ লাগে।
আপনাকে নিয়ে এই ব্লগে আমার কত যে স্মৃতি তার শেষ নেই।আপনি যখন ব্লগে নিয়মিত ছিলেন তখন আমার প্রতিটি লেখাতেই আপনার মূল্যবান মন্তব্য আমার লেখালেখিতে আরও উৎসাহ জোগাতো। আমিও চেষ্টা করতাম আপনার সকল লেখায় মন্তব্য করতে।
পরে আপনি ব্লগে অনিয়মিত হয়ে গেলেন।ব্যস্ততার কারনে আমি ও অনিয়মিত হয়ে গেলাম।কিন্তু আমাদের যোগাযোগ হত ফোনে আর ফেসবুকে।
আপনি চাকরিতে ট্রান্সফার হয়ে ঢাকা চলে এলেন, আমাকে যেতে বলেছিলেন দেখা করার জন্য। সত্যি বলতে আমারও ভিষন ইচ্ছে ছিল আপনার সাথে দেখা করব।কিন্তু আপনার সাথে সরাসরি দেখা করার সৌভাগ্য আমার ছিলনা।
আমি এখনও মাঝে মাঝে আপনার সাথে ম্যাসেন্জরে কথপোকথন গুলো দেখি,আপনার ছবি দেখি।সে সময় আমার কখনও মনে হয় না আপনি এই পৃথিবীতে আর নেই।
জানেন নয়ন ভাই আপনার ছোট্ট ছেলেটা অনেক বড় হয়ে গেছে।ওর সাথে আমার কথা হয়েছে।ও আপনাকে ভিষন মিস করে।
সময়ের ব্যবধানে মানুষ অনেক কিছু ভুলে যায়।ভুলে যায় তার অনেক প্রিয় মানুষকে। কিন্তু আমার মনে হয় আমি আপনাকে আমৃত্যু মনে রাখব।মানুষের জীবনে কিছু মানুষ এমনভাবে জড়িয়ে যায় সেই মানুষটা হারিয়ে গেলেই সে কেবল বুঝতে পারে সে তার জীবনে কতটা অংশ জুড়ে ছিল।
আপনাকে কখনও সরাসরি দেখিনি কিন্তু এই ভার্চুয়াল লাইফে আপনি আমার কতটা আপন হয়ে গিয়েছিলেন তা আপনার মৃত্যুর পরে বুঝতে পেরেছি। এখনও প্রত্যেকটা দিন আপনাকে মনে পড়ে।আপনার কন্ঠস্বর কানে বাজে।
এখন আমার ইচ্ছে একদিন আপনার কবরের কাছে গিয়ে হাত তুলে মোনাজাত করব।কিন্তু আমার মত খারাপ (পাপী) মানুষ আপনার কবরের কাছে যেয়ে দোয়া করতে কেমন ইতস্তত বোধ করছি।তাই নিজেকে শুদ্ধ করার চেষ্টায় আছি।কোন একদিন আপনার করবের কাছে ঠিক হাজির হব।
দোয়া করি মহান আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪০