কিছু করতে গেলে শান্তি নাই। ধাম করে ইলেক্ট্রিসিটি চলে যায়! মেজাজ ক্যামন লাগে!! অসহ্য!
সেই সন্ধ্যা না হতেই বিদ্যুৎ মামা গেসিল কেবল আসল । আমি আর আমার কাজিন বারান্দায় বসে বিদ্যুৎ মামাকে উৎসর্গ করে গান গাইছিলাম, "সে যে কেন এল না.. কিছু ভাল লাগে না..."
আজকে আকাশে লাল রঙের মেঘ দেখলাম । দেখতে ভয়ংকর লাগছিল।
ব্লগে ভাই-বোন, আত্মীয়-স্বজন থাকাটা বিরক্তিকর! ইচ্ছেমতো কিছু লেখা যায় না। (কেউ মাইন্ড করলেও আমার কিছু করার নাই ।
আজকে এক ভাইয়া এসে বলল, যমুনা ব্রীজ নাকি ১৮ মাসের জন্য বন্ধ করে দেয়া হবে । নো চলাচল । ইনফরমেশনটা কতটুকু সত্য বুঝতেসিনা ।
কিন্তু সত্য হইলে প্রবলেম।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




