গতকাল সকাল থেকে এত বৃষ্টি হল যে রাস্তা পুরাই ডুবে গেল । বাসা থেকে বেরুলেই হাঁটু পানি । আর পানিগুলো এত নোংরা.. :-&
সেই নোংরা পানিতেই দেখি কয়েকজন পিচ্চি লম্ফঝম্ফ শুরু করেছে, ওদের দেখে মনে হল আমিও গিয়ে লাফাই ।
পিচ্চিদের ছবি তুলতে চাইলাম তো এত বৃষ্টি হচ্ছিল যে তুলতে পারি নাই ; (
গতকাল সকালে হুট করেই মাথা ব্যথা করতে শুরু করলো । করলেই বা কি.. আমি কি কেয়ার করি নাকি! হাহ!
আমি তখন বুঝলাম আমার জ্বর হইসে । কি আর করা.. ভদ্র মেয়ের মতো শুয়ে পড়লাম ।
এখন দেখছি, আবার জ্বর জ্বর লাগছে । সো হোয়াট! হাহ!
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




