আজকাল কিছু ভাল্লাগে না । পর পর ৪ টা কি ৫ টা ক্লাশ মিস দিসি । হুদাই । আমার তো আবার অজুহাতের শেষ নাই । আজ মেঘলা দিন, যাবো না । বৃষ্টি হচ্ছে, যাবো না । মাথা ব্যথা, যাবো না । হ্যান ত্যান .. অজুহাতের শেষ নাই । আবার এমনি এমনি যাইতে ভাল্লাগে না । যাবো না ব্যস! আমার ইচ্ছা, ক্লাশ করুম না!
এতগুলা ছাতামার্কা ক্লাশ মিস দিয়া এখন মনে হইতেসে কোর্সটা হুদাই করতেসি । ড্রপ দেয়াই ভাল ।
গতকাল সারাদিন আমার ডান চোখটা হুদাই এত লাফালাফি করলো যে মনে হইতেসিল চক্ষু টান দিয়া ছিড়ে ফেলি!
আজাইরা পোস্টও করতেও ভাল্লাগে না । একবার আসছি তো ব্লগে কি নিয়া যেন ক্যাচাল হইতেসে । চইলা গেলাম । আবার আরেকদিন আসলাম, আবার দেখি আরেক ক্যাচাল । যখনই আসি তখনই একটা না একটা ক্যাচাল দেখি আর পোস্ট করার মুড চইলা যায় । এখনও মুড নাই, কিন্তু আর কি করলে মুড লাফ দিয়া উঠবো বুঝতেসি না
ওদিকে আবার খবর পাইলাম প্রথম আলো ব্লগ হইসে । এই ব্লগটা সামলাইতে পারি না আবার আরেকটা ব্লগ!
ভাবতাসি.. আমি নিজেই একটা ব্লগ তৈরি করবো
ইশ! যদি জানতাম ক্যামনে ব্লগ তৈরি করে!
যাহ! লাস্ট দুইটা লাইন পইড়া আমি নিজেই হাসতে হাসতে মরে যাইতেসি
তবে একটা হাসি-খুশি টাইপের ব্লগ থাকলে মন্দ হইতো না :>

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




