সাম্প্রতিক কালে আগারগায়ে নির্মাণ করা অনেক বড় বড় সরকারি স্থাপনার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেও পুরোপুরি হজম করে উঠতে পারলাম না। উল্লেখ করার মতো বিষয় হলো এই যে, এসব অত্যাধুনিক ভবনের ভিতরে, বাইরে এবং যে চওড়া সুন্দর রাস্তাগুলো তৈরি করা হয়েছে, এর আশেপাশে কোথাও্ আপনি কোন ময়লা ফেলার লিটার বিন খুঁজে পাবেন না।
কর্তৃপক্ষের শত শত কোটি টাকা খরচ করার মতো তহবিল আছে কিন্তু লিটার বিন বসানোর ত্হবিল নেই কিংবা তা থাকাটা অত্যন্ত জরুরি, এই ধরনের চিন্তা ভাবনা বা মন মানসিকতাই নেই। পরিবেশ দূষণ তো তবুও রোধ করা যায় কিন্তু আমাদের চিন্তা-চেতনায় যে দৈন্যতা, ভেজাল এবং দূষণ রয়েছে সেটা দূর হবে কিভাবে?
হাতের নাগালের মধ্যে লিটার বিন থাকলে অন্তত মানুষ এটুকু মানসিক চাপের মধ্যে থাকতো যে তাকে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে কিন্তু লিটার বিন না থাকার কারণে মানুষের মাথায় এ চিন্তাই কাজ করবে যে আশেপাশের জায়গা যত সুন্দরই হোক না কেন, এসব কিছুই, গোটা এলাকাই যেন লিটার বিনের বিকল্প এবং আমরা যেখানে খুশি সেখানে, নির্দ্বিধায় ময়লা ফেলতে পারি। ফুড কার্ট গুলোরও নির্দিষ্ট কোন স্থান নেই। যে যেখানে খুশি সেখানে বসিয়ে দিব্যি ব্যবসা করে যাচ্ছে।
সুতরাং যত সুন্দর স্থাপনাই আমরা তৈরি করি না কেন, সেটা যথাসম্ভব দ্রুততার সাথে ভাগাড়ে পরিণত না করতে পারলে আমাদের যেন শান্তি নেই।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৩