আজকের আকাশে অনেক তারা........
আজ জন্মদিন আমার।
কেউ নেই পাশে, একা আমি এই দয়া মায়া হীন ব্যস্ত শহরে
ঘুরে ফিরি একা, রুটি রুজির ফিকিরে।
না আমি কবি নই। তবে একসময় কবিতা লেখার চেষ্টা করতাম। সেই ১৯৯২-২০০০ সাল পর্যন্ত সেই চেষ্টা ছিল। যখন বয়সা নিতান্তই টিন এজ ছিল। চেহারা আর পারিবারিক সুনামের সুবাদে চারপাশে মৌমাছিরা গুনগুন করত, আর আমি তাদের নিতে কবিতা, গান রচনা করতাম। না প্রেমে পড়তাম না, তবে ওদের দেখতে ভাললাগত, আবার কিছুদিন গেলে সে ভালোলাগা মুছে যেত।
কিন্তু শুধুমাত্র একটি ভালোবাসাই আমার সঙ্গে রয়েছে আজ পর্যন্তও। তা হল 'কম্পিউটার'।
১৯৯০ সালে আমি কম্পিউটারের প্রেমে পড়েছিলাম। আজও ভুলতে পারিনি একে।
ধুৎতেরি কি বলতে গিয়ে কি বলছি।
আসল কথাটাই তো বলা হল না, থাক তা না হয় আর নাই বললাম। কারণ কেউ তো জানেনা। আর জানার দরকারও মনে করে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



