তোমাকে চাব, যতদিন না পাব।
তোমাকে দেখবো অনুভুতির শেষ বিশ্বাস দিয়ে, যতদিন না ছোব।
তোমাকে ছিনিয়ে নিতে প্রস্তুত,
মনের আবেগে, এই বিশ্বাসে, তোমাকে ছিড়বো।
পুষ্ট ডালে সাজানো ফুটন্ত পাপড়ির গোছার! পারবো।
আমি পারবো ভিজতে বর্ষণে! হাটতে পারবো।
টকবগে শকুন অন্তর্দগ্ধ করলেও তখনো তাদের ডাক দিয়ে বলবো আমি ভালবাসি, ভালবাসবো, ভালবাসবো, যদি না পাই সমনিচু, সমউচু থেকে উচুকে।
আমি কথা দিলাম স্টোন আমার কথা আমি রাখবো।
২৫/১১/০৮ ইং
০৯.২২.২৮ (দিন)
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




