আমি একটা ঝামেলায় পরছি। এই ঝামেলাডায় পড়ার পর থিকা মাথার মইধ্যে কতগুলা পোক জন্ম হইছে।...পোকগুলা সারাক্ষণ কামড়ায়, কামড়াইতেই থাকে....।
যহন ঝামেলা শ্যাষ হয়, তহন এগুলা কিছুদিনের লাইগা অফ থাহে...কারণ, এই ঝামেলায় আমার আবার পড়তে হইবো! আর অগোর ও কামড়ান লাগবো...
ঝামেলাডা হইল-
মার্চের দিগে একটা পিসি কিনছিলাম...(বিষয়টা নিশ্চই ধরতে পারছেন)...আইডিবি থেইকা।
কিনার পর ২/৩ মাস ভালোই চালাইছি। পিসিটা নেওয়ার সময় কইছি, রাফ ইউজ করমু- হ্যামন পিসি দিবেন। কি দিছে অরা ভাল কইতে পারবো।
যা হ উ ক,
কয়মাস মোটামুটি চালাইছি। এর পর থেইকা ভাইরাস মাম্মা পিসিতে তশরীফ আনছে। আরো মাসখানেক পর, একদিন পিসি 1 করছি- দেহি মেশিন চলে না, ফ্যান ঘুরে না, লাইট ও জ্বলে না ,পর্দাও কালা!
গুতাগুতি কইরা দেহিঃ না; মনিটর ঠিকাছে...তাইলে??
বাইনারি লজিকে কল দিলাম, কয় কান্দে কইরা লইয়া আহেন। গ্যালাম আইডিবি...পাওয়ারসাপ্লাই লাগায়া হাতে মেমো ধরায়া দিল।
দুইদিন চালায়া পরে বারি পাডায়া দিলাম।
বাবায় আমার সব কানেকশন লাগায়া ফোন দিছে- কিরে মনিটর কালা ক্যান? কিচ্ছু আহেনা?
জিগাইলাম, ফ্যান ঘুরে? লাইট জলে? তার ঠিকমতন লাগাইছো?
-হ,সব ঠিকঃ খালি ডিসপ্লে নাই...
আমি স্ট্যাচু হইয়া থাকলাম কতক্ষণ, বাবায় কিছূ আর কইলো না।
লোকাল মেকার আরেকটা নিউ পা.সা. লাগায়া দিল আর কতগুলা নোট রাইখ্যা দিল।
বাবা ইকটু অবাক হইলো,,,,পিসি বাসায় নিয়া আইলো , কয়দিন চালাইলো, আর কয়দিন খুব BG থাকায় চালাইতে পারল না।
রোজার মইধ্যে আমি বারি গেলাম।এবার পিসিডা কয়দিন BG থাকলো।
সপ্তা দুই পরে আমগো নিয়া বাবা তার বাবার বাড়ি গেলো ঈদ কর্তে।
ছুটি খাইয়া আইলাম; পিসিডা খুললাম; যেই ভয়ডা কর্ছিলামঃ সেই আগের কাহিনী । কি আর করমু
ঢাকা আমু; হ্যার আগের দিন রাইতে বাবায় সারাইয়া নিয়া আইলো।
আমি কই, পাওয়ারসাপ্লাই আবার গেছিলো??
বাবায় কয়, না।
-তো?
-অরা সিপিইউ খুইল্লা কি দিয়া য্যানো খোচাখুচি কইরা আবার লাগাইয়া দিলো, দ্যাক তো...
ঢাকা আওয়ার পর হুনছি আরো ১বার ডিস্টার্ব কর্ছে, তয় RAM SL0T CHANGE করার পর নাকি ঠিক হইছে।
পিসির কন.
PR0C.: INTEL DUAL CORE 2.2
HDD: 160GB
M0TH.B0.: INTEL DG31
RAM: 1GB
কেউ কি আমার মাথার পোকগুলার রহস্য কইতে পারবেন?
(PLZ any1 tell me why it happns n wt to do...)
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




