আশরাফুলরে নিয়া টানাটানি চল্তাছে। :-) অরে বাদ দিবো ডাইরেক্ট এ্যাহনো কয় নাই; তয় অর গদি লইয়া টানাটানি অলরেডি শুরু হইয়া গ্যাছে। ;-)
চান্দু সিডন্স কইছে, ' সে জানে যে সে খুবই অধারাবাহিক খেলছে (টেস্টে, কারণ, সর্বশেষ ৫০+ ইনিংস শ্রীলংকার সাথে ২০০৮ এর ডিসেম্বরে, ১০১) । আমরা তার সাথে এটা নিয়ে কথা বলেছি। কিন্তু তার কপাল ভালো যে তার স্থানে খেলার জন্য ভাল অন্য কেউ নেই।
যাইহোক, তার উপর চাপ বাড়ছে। আমরা তার কাছ থেকে 2nd test এ একটা ভাল ইনিংস আশা করছি।'
বুঝা যাইতেছে ২য় টেস্ট পর্যন্ত অরে বাদ দিবো না। মাগার যদি আন্ডামার্কা ইনিংস খ্যালে তাইলে অরে হয়তো সালাম জানাইবো।
আশরাফুলের জায়গায় খ্যালার লাইগা আফতাব খারাইয়া আছে।
হয়তো আশরাফুল বাদ পরবো। চান্দু সিডন্স মনে হয়না অরে খুব এ্যাকটা পছন্দ করে।
তয় আশরাফুল রে বাদ দেওয়ার আগে আমার কাছে মনে হয় রাকিবুলরে বাদ দেওয়া ফরজ হইয়া গ্যাছে।
আশরাফুলের তুলনায় রাকিবুলের অ্যাভারেজ ভালো কিন্তু অন্যদিক দিয়া ভাবলে অরে বাদ দেওয়া উচিত।
কারণ, ওয়ানডে তে রাকিবুল দেহা যায় ৫০ বল খাইয়া ২৩ রান করে। টুয়ান্টিতে খ্যালা নষ্ট করে। সবধরনের ক্রিকেটে ই ও টেস্ট খ্যালতে চায় মাগার টেস্ট খ্যালতে গ্যালে আর কাম হয়না। তহন কিরিকেট খ্যালাই ভুইল্লা যায়!
ও যদি কহনো ছক্কা মারে তাইলে মাইনসে হাততালি দিয়া চোখ বড় বড় কইরা চাইয়া থাহে!
কয়, রাকিব ছয় মারছে!!!
হেইজন্য, যদি কাউরে বাদ দিতেই হয় তাইলে অবশ্যই সবার আগে রাকিবরে বাদ দেওয়া হউক। তারপর আশরাফুল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




