
আমারও একটা বান্ধবী আছে। সারাটা দিন তার খালি অসুখ অসুখ ভাব থাকে। কিন্তু চিকিৎসার কথা বললে আমারে সরকারি মাল গালি দিয়ে ঝামটা মারে।
অথচ দেখেন! আমি ভুলেও সরকারের লোক না! বস্তুত এইটাই তার অসুখ অসুখ।
এখন বান্ধবীর আমার অসুখ অসুখের চিকিৎসা ও ঝামটা অসুখের চিকিৎসা লাগবে। আমিও আমার বান্ধবীরে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা দিতে চাই। কয় টেকা লাগবে? সরকার কি আমারে হেল্প দিবে? অবশ্য গ্রামীণ ব্যাংক ঋণ দিলেও হবে।
আফটার অল ঋণ করে হলেও আমি উদ্যোক্তা হতে রাজি।
ইয়ে... আমারেও সঙ্গে যাইতে হবে কিন্তু। আমি তো আর দেশ চালাই না! সঙ্গে গেলে দেশ ফ্রিজ হয়ে যাবে— ঘটনা এমন না।
দেশ গরম আছে, গরমই থাকবে। ...চাহে তো আরও গরম হবে।
তারা তো এক লগে গেল না। মনে হয়... না হয় আমরাই দুজনে মিলেমিশে সিঙ্গাপুরে গেলাম গা। সিঙ্গাপুরের হাসপাতালও দেখলাম, বান্ধবীর চিকিৎসাও নিলাম আবার একটা হানিমুন হানিমুন ভাব করে ঘোরাঘুরিও করলাম!
আচ্ছা, সিঙ্গাপুরের হাসপাতালরা দেখতে কেরম?
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


