
আজকে একটা উর্দু গান স্মৃতিতে জাগ্রত হয়েছে। উস্তাদ ছোটে গুলাম আলীর গান—
হম কো কিস কে গম নে মারা
ইয়ে কহানি ফির সহি
কিস নে তোড়া দিল হমারা
ইয়ে কহানি ফির সহি।
আমার স্মৃতিরা ভরা নাকি খালি হিন্দি গান। এইটা অসত্য।
এই কারণে আজকে উর্দু গান মনে পড়ছে।
বিষয় হলো, গান বাজনা বাদ্য নিষিদ্ধ হলেও উর্দু গান বাজনা বাদ্য নিষিদ্ধ না।
আরেকটা গান আছে, একাত্তরে পাকিস্তানি সেনারা যখন রাজাকার-আল বদরদের সঙ্গে নিয়ে বাঙালী লোকেদের মেরে ফেলতেছে, বাঙালী নারীদের রেপ করতেছে, তখন বিখ্যাত গজল গায়ক মেহদী হাসান পাকিস্তানে বসে গাইতেছে—
'গা মেরে দিওয়ানে দিল
'ইস দুনিয়া সে ক্যায়া হাসিল
হাম সে কোয়ি পেয়ার করে
হমলোগ নহি হ্যায় ইস কাবিল।'
আমি বলতেছি না মির্জা ফখরুলকে কিসি কে গম নে মারা।
ইউনূস বা তার প্রেস সচিবের পল্টি দেখে মির্জা ফখরুল ভাবতেছেন 'ইস দুনিয়া সে ক্যায়া হাসিল, উনারে কোয়ি পেয়ার করে', উনি আর 'নহি হ্যায় ইস কাবিল—এইটাও আমি বলতে চাইতেছি না।
আমি খালি বলতে চাইতেছি, উর্দু গানও আমার মনে পড়ে।
আমি অনেক অনেক উর্দু গান শোনা লোক।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


