
ইউনূসের নাকি একটা নাপিত বাহিনী আছে?
আমার চুলগুলা অনেক বড় হয়ে গেছে।
চুল বড় হওয়া অবশ্য কোনও ঘটনা না, ঘটনা হলো দেখতে বেখাপ্পা লাগে। কেউ কেউ বলে পাগল পাগল লাগে।
দেখতে বেখাপ্পা বা পাগল পাগল লাগারে আমি পাত্তা দেই না অবশ্য।
কিন্তু ফ্রিতে চুল কাটানো যায় শুনলে লোভ হয় না?
শুনছি ইউনূসের নাপিত বাহিনী লোকেদের লম্বা চুল দেখলেই ধরে আদর করে গায়েমাথায় হাত বুলায়ে কেটে দিতেছে!
চেঁছে দিলে তো ছয় মাসের জন্যে টেনশন ফ্রি।
যাদের কপাল ভালো তাদের নাকি সাবান ডলে গোসলও করায়ে দিতেছে!
দুই দিন ধরে রাস্তাঘাটে বের হলেই আমি ইউনূসের নাপিত বাহিনী খুঁজি।
আচ্ছা, তারা কি লম্বা চুল দেখলেই ধরে কেটে দিবে? নাকি তাদের সঙ্গে পাগল পাগল ভাব ধরে পাগলামী করা লাগবে?
লাগলে একটা দুইটা পাগলামী না হয় করলাম। কিন্তু গোসল? সাবান ডলা গোসল পেতে হলে কি করা লাগবে?
আগেই বলে রাখি, আমি কিন্তু লাক্স সাবান ছাড়া গোসল দিবো না। পরে দেখা গেল ইউনূসের নাপিত বাহিনী ৫৭০ সাবান নিয়ে আসছে—তাইলে কিন্তু হবে না।
ঘটনা ঘটে গেলে পরে আমারে দোষ দিতে পারবেন না কিন্তু।
এখন ইউনূসের নাপিত বাহিনী কেমনে করে খুঁজে পাবো?
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


