আমরা বাঙ্গালি জাতি ।আমাদের একটি প্রবণতা হচ্ছে, আমরা অন্যের দোষ সহজেই নিজেদের চর্মচক্ষে
দেখি ; কিন্তু নিজের দোষের ব্যাপারে আমরা অনেকটাই উদাসিন।
অন্যদের শুদ্ধায়নের ব্যাপারে আমরা খুবই আগ্রহী, কিন্তু নিজের
শুদ্ধতার ব্যাপারে আমরা তেমন সচেতন নই?
উপদেশ দানের চেয়ে উপদেশ গ্রহণই বড় কথা । আমাদের প্রিয় নবী
হযরত মুহাম্মদ ( স) নিজে মানুষদের যত উপদেশ দিয়েছেন, তার চেয়ে অনেক বেশি
নিজে আমল করেছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে , তোমরা নিজে যা আমল কর না,
সে কথা কেন অন্য মানুষদের বল? আসলে, আমরা কুরআনও অনুসরণ করি না?
শুধু মুখে মুখে কুরআনের অনুসারী বলে দাবি করি । এ প্রসঙ্গে উল্লেখ করা যায়,
ইসলামে জঙ্গিবাদ সম্পূর্ণরুপে নিষিদ্ধ । অথচ কতগুলো অন্ধ ছেলেকে দিয়ে স্বার্থান্বেষী
মহল মানুষ হত্যা করছে । এখানেও তারা প্রকৃত ইসলাম অনুসরণ করছে না।
এভাবে দেখানো যায়, আমাদের বর্তমানের প্রতিটি সামাজিক, সাংস্কৃতিক সমস্যার মূলে
রয়েছে, ইসলামের অনুসরণ না করা ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:২২