২০১৯ সাল থেকে মনে হয় জীবনটা যেন সেপ্টেম্বর মাসে এসে আটকে গেছে! জীবনের নতুন অধ্যায়, নতুন মোড়, দুঃখ-আনন্দ সব কিছু যেন এই মাসে এসেই থেমে গেছে। আমাদের দু'জনের প্রথম দেখে এই মাসেই হয়। এরপর প্রথম দেখার ১৫ দিনের মাথায় বিয়ে। একবছর পরে আমার প্রথম জমজদের দুনিয়াতে আসা এবং আমাকে শূণ্য করে দিয়ে দুনিয়া ছেড়ে চলে যাওয়া এই সেপ্টেম্বর এই ঘটে! তারও এক বছর পরে আমার বর্তমান জমজদের আগমন! ১১সেপ্টেম্বর যেমন আমি একেবারে শূণ্য হয়ে গেছিলাম ঠিক এক বছর পর সেই পূর্ণতা দিতে আল্লাহ তায়ালা কন্যাদ্বয়কে পাঠান আমাদের জন্যে। আজ তাদের ৩বছর পূর্ণ হল।
সেপ্টেম্বর '২০, যা আমদের স্মৃতির ফ্রেমে বন্দী হয়ে গেছে
সেপ্টেম্বর '২১ জীবনের পূর্ণতা দিতে আল্লাহ তায়ালা তাদের পাঠান আমাদের জন্যে
যখন তাদের ১বছর পূর্ণ হল। বাবা-মা না ধরলে তখনো তারা দাঁড়াতে পারে না
যখন তাদের ২বছর পূর্ণ হল: এবার নিজেরাই দাঁড়াতে পারে
আর এখন তারা এইরকম পরী হয়ে গেছে
পোজ দিতে গিয়ে মাতা ছুলকাত্তেএ
ইছছ তুমাল মাতায় উকুউউন হইচেএ