দোলাচল
-----------------------------------
দোলাচল ভাবনা এবং বাস্তবতার,
দোলাচল সাধ এবং সাধ্যের,
দোলাচল নি:স্বতা এবং পূর্ণতার,
ধ্রুবতারারও আছে নাকি দোলাচল,
কাল সে উত্তর আকাশে ঠিক সেখানেই
দেখা দেবে নাকি, যেখানে সীমান্ত তোমার?!
"আমি মানুষের পূর্ণ,
আমি মানুষের মতো নি:স্ব.।"
-কবীর সুমন

সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২১ সকাল ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



