আমাদের পরীক্ষা চলছে।
কাজেই যাদের মন বসছে না/ যারা বসাতে চাইছেন না/ যাদের বসানো প্রয়োজন নেই.. তাদের সকলের জন্যই এই ছবিটা দিয়ে পোস্ট!!!
বি.দ্র: এইটা একটা ফাঁকিবাজি পোস্ট। কাঁকনদি'র কাছে আন্তরিকভাবে দু:খিত।
বহুত আজাইরা কথা হইছে!! তার চাইতে আসেন কয়েকটা গান শুনি.. মন নিয়াই যেহেতু, এত কথা-বার্তা.. কাজেই মন নিয়েই কয়েকটা গান হোক..
মন কি যে চায় বল!!
ওরে আমার পাগল মন!!!
এইবার একটা ভিড্যু!!
পাগল মন, মনরে, মন কেন এত কথা বলে?? :!>
এইবার একটা ভাবের গান!! ভাব ছাড়া আর কি আছে দুনিয়ায়!! ব্যোম ভোলা!!!!
করিমনা কাম ছাড়ে না।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



