------------------------------------------
এ লাইন কয়টি আজকে প্রথম আলোতে প্রকাশিত মুহম্মদ জাফর ইকবাল স্যারের হতভাগীনি রাহেলা কে নিয়ে রাহেলার কথা মনে আছে? শিরোনাম শীর্ষক সাধাসিধে কথা কলামের শুরুর কয়েক্টি লাইন ।
ব্লগে আছি প্রায় দুই সপ্তাহ । গত সাপ্তাহে জাফর স্যারকে নিয়ে যা হয়ে গেল , তা দেখে প্রচন্ড হতাশ হয়েছি । জামাতে ইসলামী তথা শিবিরের সাপোর্টার রা যা তা লিখেছেন স্যারের নামে । আলেকজান্ডার ড্রেন্ড্রাইট, ত্রিভূজ সহ কিছু ব্লগার স্যারকে নিশ্চিতভাবে ইসলাম বিদ্বেষী নাস্তিক বলে অনড় অবস্থায় ছিলেন । আমার অনেক রাগ হয়েছিল । মন্তব্য করতে পারি নি, কারন অনুমতি ছিল না ।
আজ সকালে কলামটি পড়তে মনে হল এ নিয়ে একটি পোষ্ট দেয়া দরকার । যে লোক প্রথম আলোর মত মিডিয়ায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা - এমন কথা বলতে পারেন, সেই তাকে জামাতি ব্লগাররা কিভাবে নাস্তিক বলছেন?
কি উদ্দেশ্যে বলছেন? স্পষ্ট উদ্দেশ্য, মুক্তিযুদ্ধের চেতনার স্পষ্ট কন্ঠস্বর, যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে অনড় এই মহান আত্মত্যাগী মানুষ টির গায়ে কলঙ্ক লেপন ।
ইসলাম নিয়ে রাজনীতি ও করা জামাতি ইসলামী দের মুখে একদলা থু থু ।
জানি না, প্রথম পোষ্ট হিসাবে একটু বেশী কড়া কথা বলে ফেললাম কি না ! Sorry, i just can't help !
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০০৮ রাত ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




