হয়তো খুবই মনোরম কিন্তু কতক্ষণ।কারো কাছে প্রাকৃতিক সৌন্দর্যের অবারিত স্রোত আর কারো কাছে নিরন্তর সংগ্রাম।অবাক বিষয় আমাদের কাছে স্বর্গের এ্যপোলো কিন্তু আমরা তাকে ছেড়ে আসি ,আর যাদের কাছে সংগ্রাম -তারাই তাকে আকড়ে থাকে।






নিঝুমদ্বীপের ছোট একটি বাজার

নিঝুমের একটি সরকারি প্রাথমিক স্কুল

নিঝুমের পরেই বঙ্গোপসাগর,দুর থেকে দেখা যাচ্ছে।

সেখানের একটি সরকারি স্কুলের শিক্ষার্থীরা






বনেবাদাড়ে ঘুরে ফিরছে কতগুলো শিশু, ক্যাম্বার খোঁজে-বাঁচার সংগ্রামে।


নিঝুমদ্বীপ যার জন্য বিখ্যাত,এগুলো সেই কেওড়া বনের স্হিরচিত্র। তারপরও মনে হয় কথা বলে।

নিঝুমের সবচেয়ে সম্ভাবনা ,তার কোলে ভেসে উঠা বিশাল সৈকত-যেখানে হারায়েছে আমার মন।

সেখানে চরে বেড়ানো ভেড়ারপাল।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




