এসো নির্ঘুম রাতের অস্থিরতার ইতি টানি
এসো প্রেমালাপে মত্ত হয়ে রাতের আকাশে শান্তি খুঁজি।
এসো সকালের শিশিরের মিলিয়ে যাওয়া দেখি
এসো ঝলমলে রোদে জীবনের বিশালতা খুঁজি।
এসো জালিমের স্ফীত হাঁসি দেখি
এসো তার জন্য সমবেত আফসোস করি।
এসো ক্লান্ত সূর্যের ডুবে যাওয়া দেখি
এসো আকাশের রক্তিম আভায় মিথ্যার পতন শুনি ।
এসো গ্রাম্য বালকের কাদায় মাখামাখি দেখি
এসো মাটি আর মানুষের সম্পর্ক অনুভব করি।
এসো আরো কাছে এসো কানে কানে বলি
তুমি এসেছিলে, তারও চেয়ে বড় সত্য তুমি চলে যাবে
থাকিবেনা তোমার কোন বাহাদূরি।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




