আজি তোমায় আবার চাই শুনাবারে
যে কথা শুনায়েছি বারে বারে।
আমার পরানে আজি যে বাণী উঠিছে বাজি
অবিরাম বর্ষণধারে
[গাঢ়]কারন শুধায়ো না, অর্থ নাহি তার,
সুরের সঙ্কেত জাগে পুঞ্জিত বেদনার। [/গাঢ়]
স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষনে ক্ষনে
[গাঢ়]কানে কানে গুঞ্জরিব তাই বাদলের অন্ধকারে [/গাঢ়]
গীতবিতান। রবীন্দ্রনাথ ঠাকুর। 1939।
--------------------------------
কারো কাছে থাকলে মেইল করে দিবেন প্লিজ? অথবা অনলাইনে থাকলে লিংকটা।
ইমেইল: mailsadi @ yahoo . com
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





