একন দেখছি সুশীল প্রকৃতির কিছু ব্লগার ব্যান তোলার দাবীতে বিভাজন তৈরী করছ েই্ বলে যে সুস্থ্যধারার ব্লগারদের আনব্যান করা হোউক।
একই অভিযোগে ব্যান হওয়া সকল ব্লগারদের নিঃশর্ত মুক্তির দাবীতে যখন ব্লগে কলম বিরতি চলছে - সেই সবল সুশীল ব্লগারগন নিয়মিত ব্লগিং করে নিজেদের আন্দোলন থেকে দুরে সরিয়ে রাখছেন। আবার তাদের পছন্দের ব্লগারদের মুক্তির দাবী তুলছেন। এটা একটা স্ববিরোধিতা ছাড়া আর কি। মজার বিষয় হলো সুশীলদের পোস্টে যারা সমর্থণ দিচ্ছে এরাও ব্লগে গালিবাজ হিসাবে চিহ্নিত। আমি একজনের বিষয় প্রমান সহ প্রশ্ন তুললে আমাকে ব্লক করে রাখা হয়েছে।
স্বরিরোধী এই জ্ঞানপাপীরা নিজের মতের বাইরের কোন ব্লগারকে সহ্য করতে না পারলেও রাজাকারপুত্রের পিঠ চুলকানী বেশ উপভোগ করেন।
দয়া করে এই সকল বিভ্রান্তিকর বিভাজন থেকে সতর্ক থাকুন।
রাজাকারমুক্ত ব্লগের আন্দোলন চলছে - চলবে।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



