এক কাজ করুন । জামায়াত শিবিরের বিপক্ষে- লেখুন - ১টা রাজাকারী পোস্টের বিপক্ষে কমপক্ষে ৫টি পোস্ট দিন। তাহলে হয়তো জামাত/শিবিরের কাট/পেস্ট লেখাও বন্ধ হবে ।
প্রচুর সোয়াব আর লাভ হয় এসব ভার্চূয়াল মারামারিতে - কারন জামাত/শিবির দ্যাশের শত্রু। এরা ইসলামের শত্রু বটে।
জামায়াত শিবিরের বিরোধিতা করতে গিয়ে গালাগালি- অতি স্বাভাবিক বিষয়। যেমন কুকুর দেখলেই মুখ চলে আসে কুত্তার বাচ্চা শব্দটি। জামাত শিবিরের একমাত্র লক্ষ্য মহান মুক্তিযুদ্ধকে অপমানিত করা । ভাষা আন্দোলনের মাসে জামাতি মিথ্যাচার মাতৃভাষা শহীদদের করেন কলঙ্কিত ।
আল্টিমেটলি আপনারা নিজেদের মহান হিসাবে প্রমান করেন ।
রাজাকার দেখলেই গনাম লাথি, প্লিজ !
আর না পারলে এটা করুন- ইসলামের আদর্শের কথা বলে যারা তাদের আদর্শের বিপক্ষে আপনারা আপনাদের আদর্শ তুলে ধরুন । লড়াইটা ব্যাক্তি আক্রমন না হয়ে আদর্শিক লড়াই হোক ।
জামায়াত শিবিরের মওদুদিবাদি (?) আদর্শের বিপরিতে অনেক ধর্মীয় আদর্শ নেই । তাবলীগ তো জামায়াত বিরোধী । তারা যেভাবে ইসলামের কথা বলে আপনারা অন্তত সেটা নিয়ে বলতে পারেন । তারপর দেখা যাক, কোন আদর্শ যৌক্তিক-কোনটা গ্রহনযোগ্য ।
সুশীল ব্লগাররা মনে রাখবেন, ব্লগের গুটিকয়েক রাজাকার-মানবতাবিরোধী-ধর্মব্যবসায়ী আপনাদেরকে ব্যবহারের চেষ্টা করছে ।
এদের ফাদ থেকে রক্ষা পাওয়ার জন্য সকলের সচেতন থাকা উচিত -
রাজাকারদের সাথে কোন আপোষ নাই।
দেখরেই গদাম.........
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



