অনেক দিন ধরে ই আমি blog এ আছি কিন্তু এখন অ পর্যন্ত আমার লিখা প্রথম পাতায় যায় না।
আমি কোথাও কোন মন্তব্ব করতে পারি না।
আমার কাছে আই টা ক একটা ফাজলামি ছাড়া আর কিছু মন আ হয় না।
এখন তো মন এ হচ্ছে আই খানে শুধু নিজেদের লিখা প্রথম পেইজ এ যায় , আর নিজেরা এ মন্তব্ব করে,
এমন জিনিস আমাকে খুব কস্ট দিলো।
আমি আর আই blog এ লিখব না এবং আসব ও না।
কস্ট নিয়া চলে যাচ্ছি সেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে।
এমন সেচ্ছাচারি মনভাব থেকে জ দিন ফিরে আসবেন সে দিন আবার আমি ও আসব
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



