আমি মুভি খুব সহজে দেখিনা, কিন্তু অনেক অনেক এবং অনেক মুভি দেখি। মুভি চয়েস করার আগে বিভিন্ন রকমের রিভিউ, রেটিং, লেখক, পরিচালক দেখে তারপরে মুভি সিলেক্ট করি।

আজকে রিসেন্টলি দেখা ৩ টা মুভি নিয়ে আমার ছোট্ট কিছু অভিজ্ঞতা লিখবো। যার যার ভালো লাগবে ডাউনলোড করে দেখতে পারেন। আর সাজেস্ট করতে পারেন রিসেন্টলি দেখা আপনার প্রিয় মুভি’র নাম।
১. You've Got Mail

সেই ১৯৯৮ সালের মুভি। মূলত টম হ্যাংস এবং মেগ রায়ান এর জন্যই প্রাথমিক সিলেকশান। মুভি তে দেখা যায় বাস্তব জীবনের দুজন বিজনেস ম্যান যারা একজন আরেকজনের জন্য হুমকি তারা ইন্টারনেট এ পরিচিত। ইমেইল এর মাধ্যমে তাদের পরিচয় গোপন করে প্রেমে পড়ে। একে অপরকে তারা বাস্তবে দেখতে পারেনা, কিন্তু ইন্টারনেট এ মন খুলে একজন আরেকজন এর সাথে গল্প করে। একসময় টম হ্যাংস জানতে পারে বাস্তবে মেগ রায়ানকে, এবং আরো বেশি আকৃষ্ট হয়। মুভি টি রোমান্টিং ধাঁচের। যারা ক্লাসিক মুভি পছন্দ করেন তারা অবশ্যই পছন্দ করবেন। এই জুটির কোন মুভি ই খারাপ লাগেনি এ পর্যন্ত।
২. Sleepless in Seattle

একটা কিউট পিচ্চি একদিন লাইভ রেডিও শো তে ফোন করে তার বাবা এর জন্য নতুন মা এর আবদার করে। তারপরের দিন প্রায় ২০০০ মেয়ে ফোন করে সেই বাবা মানে টম হ্যাংস এ নাম্বার চায়। আত্মীয়দের মেকি কান্না এড়াতে স্ত্রী হারা টম হ্যাংস সিয়াটল শহরে ছেলেকে নিয়ে মুভ করে। ইঞ্জিনিয়ার বাবা এবং একমাত্র সন্তান এ ভেতরে দারুন এক কেমিস্ট্রি দেখা যায় এই মুভি তে। মেগ রায়ান এর অসাধারন অভিনয় চোখে পড়বে এটাতেও।
৩. 500 Days of Summer

জোসেফ গর্ডন মুভি পাগল এবং গল্প তার জীবনে অনেক বেশি ইনফ্লূয়েন্স করেছে। সে মনে করে যে তার জীবনে প্রেম না আসলে জীবনটাই বৃথা। অপরদিকে জোয়ি ওরফে সামার মনে করে পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই...। এরপরে তারা দুজনে অনেকদিন প্রেম প্রেম খেলা খেলে খান্ত দেয়। সামার বিয়ে করে এবং জোসেফ ও তার ফ্যান্টাসি থেকে বেরিয়ে আসে।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




