আপনি কিন্তু ৭১-এর ইয়াহিয়া, টিক্কা, রাও ফরমান আলী খান আর গো. আজমদের সব পথই অনুসরণ করে ফেলেছেন
(অর্থাৎ গেরেপ্তার, গুম, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট, গুলি, আনসার নামের রাজাকারবাহিনী, পাড়া মহল্লায় কমিটির নামে শান্তি কমিটি গঠন সবই )
আজ দেখলাম আপনার সাথে কথিত বিরোধী দলেরও সমর্থন আইসা গেল
(অর্থাৎ ইয়াহিয়া- ভুট্টোর মিত্রতাও হয়ে গেল)
কিন্তু প্রতিপক্ষতো এখনো হাল্কা গান্ধীবাদী পথেই আছে, তাতেই এত ভয়?
৬৯-এর পথ ধরলেইতো কেল্লা ফতে (গণ-অভ্ভুত্থান)
আর একাত্তরের বঙ্গবন্ধু, তাজউদ্দিন, উসমানী আর জিয়ার পথ ধরলে?
আপনার কিন্তু অপশন শেষ, প্রতিপক্ষের হাতে এখনো ঢের বাকী!
পরাজয়টা একটু আগে আগেই হয়ে যাচ্ছে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




