somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কবিতার সাথে বেঁধেছি ঘর, সাথি কেউ হবে?

আমার পরিসংখ্যান

নার্গিস জামান
quote icon
যদি ভালো না লাগে তো দিওনা মন
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

শিরোনাম নেই -১৯

লিখেছেন নার্গিস জামান, ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৭



মৃত আমি, তবুও আছি, কারো করুণায়, ক্রীড়কের বৈঠকখানায়
হিম রাতে পরমেশ্বর ভগবানের ভাগাড়ে
না দেখা কাব্য কুয়াশায় আচ্ছন্ন;
বিগলিত মোমবাতির আনাচে কানাচে
দেবতার শাপে ক্ষয়ে যাওয়া আকাশে
নিঃসঙ্গ আলোর খুঁজে পাওয়া স্তূপে।

ঝরে যাওয়া বাগিচায় জমে যাওয়া হাত
প্রিয় এই বিদৃতি বুকে রেখেছিলাম... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৪৯ বার পঠিত     like!

শিরোনাম নেই-১৮

লিখেছেন নার্গিস জামান, ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২৯



হয়তো ঝরে পড়েছিল সেখানে রাতে
মাটির মতো সে
মৃত কাব্যগুলো টেনে;
আচ্ছন্ন আগুন বারবার দাঁড়প্রান্তে চেয়ে
অস্থায়ী তুষারের গলে যাওয়া কিছু গন্ধে,
অগাধ তরাসে জ্বলন্ত গানের দরজায়,
সরাসরি কদর্যতায়,
যন্ত্র-সংগীতের অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝিতে
ঘাসের ও পিঁপড়ের তন্দ্রায়,
তীব্র নয় আসলে ঝুপঝুপ শূন্যতায়,
নিবিড় স্বস্তির ফুল বাগানে,
আকাশের হাঁটে সানাইয়ের খোঁজে,
বাতাসের... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ২১৩ বার পঠিত     like!

শিরোনাম নেই - ১৭

লিখেছেন নার্গিস জামান, ০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৩



যেখানে সেই ছায়ারা দুঃখ হয়ে
অমল আগুনের শুকনো আভায় গড়ে-
মোমবাতির মৃত শাখা, হয়েছিল অন্ধকার।
তারপরেও আকাশে জানতাম
বুকের তারা গলা অন্যান্য নদীরা
আকাশের কোনো দেবীর বিনুনিটার দিকে
তাকিয়ে পার্শ্বস্বপ্নে হেঁটেছে
ট্রাকের মতোন ।

তিক্ততা এড়িয়ে আগুনের উপর
হৃদয় রেখেছিল আকাশ;
নিস্তেজ অথচ গভীর আকাঙ্খার... বাকিটুকু পড়ুন

৩০ টি মন্তব্য      ১৭৬ বার পঠিত     like!

শিরোনাম নেই -১৬

লিখেছেন নার্গিস জামান, ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৪



কানের মোড়ে মাঠের বাতাস হেঁটেছে এবং
আজকের সমস্ত ছায়া
যা নিভে ছিলো ঘরে
এই ভোরের ঘাসে
অথবা মাঝরাতে
একেবারে বোবা।
আর আমি সনে তোমারে
ছুঁয়ে, কখনই না আছি ,
করে ভয়;
এখানে যে একজন,
ধুলায় ডুবানো ।

ভুল করেছিলো নীরবতা,
যুগ বর্জিত কবিদের
সর্বনাশ লিখে । বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     like!

শিরোনাম নেই -১৫

লিখেছেন নার্গিস জামান, ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮



পরিবর্তন শুকনো রঙ ছিলো,
মোমবাতি উপর
একটি পৃথিবী আর লাল পাহাড়ের মৃত্যু
সেই দিয়ে উঠতে বেঁচে ফাঁসি সূর্যের এবং
এই বিশাল শিখা আমার আজকাল দেখ
নিমেষেই অস্পষ্ট।

নানা রঙের নিচে, যেখানে জীবন সমতা ঘেরা
জমাটবদ্ধ গল্প।
পৃথিবীর তীরে হেঁটে ভেবেছি
কোথায় ঈষৎ জ্ব’লে বললে
পুরানো আমার কী... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ২০৬ বার পঠিত     like!

শিরোনাম নেই -১৪

লিখেছেন নার্গিস জামান, ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫



ঝলমলে নির্জনতার মসৃণ গন্ধ
চিরকাল তরতাজা রেখেছে, থাক
মাটি বা পাথরে যত কিছু নাম রঙ কেটেছে
অথবা একান্ত বিন্যাস
যেখানে সময় কাব্যের আবরণ ।
উপরে এখনো পাহাড়ের আসনে
লক্ষ্য বেয়ে বৃষ্টি
গিয়েছিল ছুয়ে চকচকে ইন্দ্রিয়কে কয়েক বার;
রত্নগুলির আবেগ যুদ্ধে সে রাতে বন্ধন... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ১৮১ বার পঠিত     like!

শিরোনাম নেই -১৩

লিখেছেন নার্গিস জামান, ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪



দেবতার মতো করে সমুদ্র দেখিনি; অথবা আমি মৃত,
দেখিনি শতাব্দী পরিচিত কে হেঁটেছে।
যা ছিল সবুজ, ভীত
কখনই প্রথম এসেছে
মাটির মত ঝড়ে, আকাশে গেছে
শাখাগুলি। গানের স্থির শিকড়।
তারে পাই ঝরা সকালের শেষে অমলিন।


সাতটি নক্ষত্র তখন কেবল তার বিছানা কি আরো দেখে, আমার
অবাস্তব ঘাসে সামনে জলতে থাকা
সে ডানার আদর।... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     like!

শিরোনাম নেই - ১২

লিখেছেন নার্গিস জামান, ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬


আকাশের নক্ষত্রের খাঁচার নীচে,
এখানে তোমাকে খুঁজিয়া যায়
বড় টিপ পরা এক অপেক্ষমান লজ্জাবতীর শাখা।

ক্ষেত থেকে বলেছিলো--
কি কথা শুকায়ে এক পৃথিবী হয়।
পাহাড়ের চুলে
খুব হলদে নিঃশব্দ কিছু ঠান্ডা
মধ্যযুগীয় সিড়ি ঘরটায়
যে আজ প্রয়াত পদবিন্যাস রেখেছিল
দিয়ে গেল তোমার পিছনে মালা।

ঝরা মানুষের
তরল জ্বলন্ত সময়ে
ভরাট মাঠের উপর আকাশটুকু... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

শিরোনাম নেই -১১

লিখেছেন নার্গিস জামান, ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯



চতুর চেতনায় পিষে শৈশবের যজ্ঞশালা তছনছ জানলাম।

প্রথাবদ্ধ ভগবানের নান্দনিক লেখনী
রক্তে মত্ত অমার্জিত অভিনন্দন
ভণ্ডামির সমুদ্রে আসীন
প্রতিশ্রুতিবান এক প্রখ্যাত উঠেই দেখেছেন কৌলিন্য।

ক্লেদ ও বিস্ময়ের হতে সঙ্গী
তিক্ততার উপর তার ঈর্ষা চিনতে
হাঁটছি। ও দৈত্যর কাছেই বন্দী
বসন্ত আমার।

কি সুখ, কি দুঃখ, কি বেদনার বহ্নিজ্বালা।
কারাগারের যাবে... বাকিটুকু পড়ুন

৩০ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     like!

শিরোনাম নেই -১০

লিখেছেন নার্গিস জামান, ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫



তোমার কোনো রঙ ড্রয়িংরুমে পড়ে ভাবাবে অথচ
ট্রাক-ভর্তি দীর্ঘতম রাতে
আমাদের দৃষ্টির সংকীর্ণ রোদে
বোধ ও অস্থিরতার দীর্ঘস্থায়ী টিনের
কৌতূহলী কম্পনে
কমলার মতো গাদাগাদি করে
ছদ্মবেশী মৃত্যুর যন্ত্র
বসে থাকে।

একটি মৃত্যু নীল প্রতারণা গলে
তেজস্ক্রিয় তোমাকে নিয়ে যাই।
অভিজাত কিছু ছটফট নেই।
যে বিশ্রাম অন্ধকারে
স্তব্ধ,
সে নাম অন্ধকারে এসে
শঙ্খের পাকস্থলীর... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     like!

শিরোনাম নেই -৯

লিখেছেন নার্গিস জামান, ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২



জীবনের এই বিষাদের সাঁকো
আলোর প্রচ্ছদ চুষে
চিদানন্দ হাসিতে ঘরখানা লম্বা করে শায়িতা।

ইত্যকার নৈঃসঙ্গ্যের যে পশু
রবিবার ঘুটঘুটি নক্ষত্রগুলো হয়ে হয়তো
অবুঝ হাঁটে, দেয় কথা এই ধূসর শহরের উপকণ্ঠে;
অনুশয় থেকে আনন্দের অমনোযোগ নিজেকে দিয়েছে
আহাম্মক কোটের বোতাম সাজিয়ে কবে।

সৌখিন চা স্মরণিকা
আমাদের শহরে দেখে যায়
গলুইয়ের রাতের... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!

শিরোনাম নেই-৮

লিখেছেন নার্গিস জামান, ৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮


শূন্যতাও ঘুরে-ফিরে টেনেটুনে
মাতাল রাস্তায়,
ব্যস্ত ঢেউয়ের বর্ধিষ্ণু পূর্বস্মৃতি
অথবা জমাট আলোর স্মরণ বাহুল্য জেনে
ধ্বংসহীনতার পশমি ভায়োলিন মাড়িয়ে
অদ্ভূত এই দ্বীপপুঞ্জের উপরে
শালগাছের ধূম্র ফুলের
তীব্র সাদামাটা জীবনদর্শন দেখাতে প্রস্তুত ।


নিঃসঙ্গ এই নথিপত্রগুলো
পাহাড় অথবা বহুদূরে
টুকরো টুকরো ছায়ায় আচ্ছন্ন
যন্ত্রণায়
নিজেরা পুড়তে পুড়তে, কথা বল্লরি ভেবে
কোনো... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৬২ বার পঠিত     like!

শিরোনাম নেই ৭

লিখেছেন নার্গিস জামান, ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৮



কখনও অনেক আলোর কতটা খুঁজে, এক
স্মৃতি সরোবরে,
বেশুমার দুপুরের উচ্ছ্বাসে,
ধস্তাধস্তির মেসে,
তোমার বহুতল দরোজার ফ্রেমে,
অনুতাপের বিদুর দুপুরে
আমি ;
মেঘহীন অগ্রহায়ণে পরা শাড়ীটা
অনুভবের কারুকাজের তড়িৎ আগুনে,
সন্ধ্যা বৃক্ষমাস্তুলে,
আশার প্রহ্লাদ পরিসমাপ্তির বালিশে
গচ্ছিত ভালোবাসাময়
ঢুলুঢুলু ভাবনা দহনে
তমসার সুর শুনি ।

সারা রাত উপড়ে পড়া দুঃসাহসি... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     like!

শিরোনাম নেই-৬

লিখেছেন নার্গিস জামান, ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২




ভেজা পৃথিবীর ঘুমন্ত মায়া যত
ঘোরগ্রস্থ রোদে
অবনত অপরাধ সুখে
আফসোস ঝড়ের মুগ্ধতার কাব্যকথা
অথবা
জলের কোন মাধবী
মায়ায় রথে কাঁদে।
আমি ও ঝিনুকগুলি
প্রায়শ:
ইচ্ছাগুলোকে যাপনের
মুগ্ধতায় মরে হয়তো
কথার জলের চিত্রপট দেখে
মৃত্তিকার ইতস্তত দিয়ে
দুই ইচ্ছাকে তৃণের প্রক্ষেপণে
নক্ষত্রের সময়ের দেশে
ফেলে রাখি ।

সৌন্দর্য পাপ কোনটা ধরো?
আমরা ঠোঁটের বারান্দায় কখনো
কৌতূহলের... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     like!

শিরোনাম নেই-৫

লিখেছেন নার্গিস জামান, ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪



অবেলার ইচ্ছাগুলোকে উড়িয়ে পাঠালাম;
দয়ালু সমুদ্রে রাগের বাতিটা মৌনতায় লীন,
ব্যর্থ বিকেলে দুর্নীতি খুঁজতে থাকা তুমি
কিংবা
ঘুম চুম্বন আন্দোলনের আদালতে
অসভ্য সেই প্রমথন।
সে ছাড়া বেদনায় আহত
সব জোনাকি ,
ফণীমনসার মায়ার মোহজাল ভেঙে
একরাশ প্রার্থনায়
ওষ্ঠের অজান্ত কোণে;
মৃত্যু-হলুদাভ চোখের আর্তনাদে।

অগ্নিকাণ্ডের পাপ খেলায়... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ১৯১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩২৫১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ