
ভেজা পৃথিবীর ঘুমন্ত মায়া যত
ঘোরগ্রস্থ রোদে
অবনত অপরাধ সুখে
আফসোস ঝড়ের মুগ্ধতার কাব্যকথা
অথবা
জলের কোন মাধবী
মায়ায় রথে কাঁদে।
আমি ও ঝিনুকগুলি
প্রায়শ:
ইচ্ছাগুলোকে যাপনের
মুগ্ধতায় মরে হয়তো
কথার জলের চিত্রপট দেখে
মৃত্তিকার ইতস্তত দিয়ে
দুই ইচ্ছাকে তৃণের প্রক্ষেপণে
নক্ষত্রের সময়ের দেশে
ফেলে রাখি ।
সৌন্দর্য পাপ কোনটা ধরো?
আমরা ঠোঁটের বারান্দায় কখনো
কৌতূহলের জীবনযাপন
বা বিভাদীপ্ত শান্ত পায়চারি;
একবার অভিমানী হাওয়া
নীরস পুনরাবৃত্তিতে
কুণ্ঠিত আজ নিয়ত যাত্রা;
অথচ ভালোবাসা ছিল পড়ে।
হয়তো বিকশিত কোন
ঘুম সাহস গান,
সূর্য মনে বেদনায়
যখন তুলেছিল
একদিন গোলাপি মহার্ঘ সকালের খেলা
সন্ধ্যায় কবিতা অনেকক্ষণ
খাঁটি বিভাজনে
আরো একা, কোটি বাস্তবতা
ত্রিণাচিকেত পুরুষ
ক্রমপ্রসারমান খুলির সৌখিন মায়ায়
মরীচিকার
উষ্ণ সঠিক ঠোঁট
খুব খুঁজে
ধীরে বিকেল হয়।
অথচ ভালোবাসা ছিল পড়ে।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



