আমি নারী এবং পুরুষের একটা সম সূযোগ সম্পর্কিত একটি সমীকরনের কথা বলেছি-
আমার ব্যক্তিগত অভিরূচির কথা বললে,
কোন পুরষের গন্ধ পেতে এখানে শব্দ রচনায় সময় নষ্ট করার প্রয়োজন নাই, নয়া বোকাই এর মত ছোক ছোক পুরুষ প্রত্যেকটা মেয়ের চারপাশেই থিক থিক করে -
যদি মেয়ে হন তাহলে আপনি জানেন আর যদি পুরুষ হন নিজেকে দিয়েই টের পাবেন।
ভদ্রলোক সাজতেই পারেন কিন্তু সেটার দুর কত পর্যন্ত সেটা আপনি খুব ভালো করেই জানেন। এরপরও যদি আমি সে দলের নই এ কথা বলতে আসেন তাহলে আমি বলবো পান্ডা গোছের সেই বিরল প্রজাতির একজন - কিন্তু সমাজে যখন থাকেনই নিশ্চয় আপনার চারপাশের কীর্তিমান পুরূষদের গোপন চেহারা চেনেন।
নিজেকে না হয় নাইবা প্রকাশ করলেন চারপাশের বন্ধুদের তাকিয়ে বলুন, তারা সব কৃতি ভদ্রলোক হিসাবে দিব্যি সংসারটা জাকিয়ে বসেছেন, সভা সেমিনারে বতৃতাবাজী করে বেড়াচ্ছেন, সেতো অনুরক্ত স্বামীই , স্নেহময় পিতাই।
তাদের ঐ ভূমিকা আমি নত মস্তকে স্বীকার করে নেই কিন্তু এর বাইরেও তার স্বাভাবিক যৌন কামনাকে চরিতার্থ করে, এবং এই পাপ যে ভয় তৈরী করে তার মনে -সেটা আরো ভয়ংঙ্কর -
সে অন্যায় শেকল, ক্ষমতার বেড়ী দিয়ে বেধে ফেলতে চায় তার নারীকে, সতীত্বের সমস্ত সংজ্ঞায় তার ভার সেই নারী একা বহন করবে কেন গোটা জীবন ধরে গোটা ইতিহাস ধরে।
আপনারাতো নরম গলায় কথা বলতেই পারেন কারন আপনারা আছেন সুবিধাবাদী শ্রেনীতে। আপনাদের এই কথা, কথার সুর খুবই সেকেলে - বলতে গেলে ইতিহাসের সমান সেকেলে - এই কথা নারীকে যেদিন হৃদয়ের সাথীর নাম দিয়ে ঘরের বান্দী করে রাখেসেদিন থেকে বলা হচ্ছে বার বার।
আমি সেই কথাই শুধু চিৎকার করে সেই অনাচারের কথা বলতে চাই যে কথা সাধু সুন্দরের নামে চাপিয়ে দেয়া হয়েছে।
আপনি, যে যুদ্ধে নৃশংশতা উলঙ্গ করে উপস্থিত সেই যুদ্ধে শান্তির কামনা করতে পারেন কিন্তু যে যুদ্ধ শান্তির প্রেমময় বাণীর রুপ ধরে চাপিয়ে দেয়া হয়েছে সেখানে শান্ত মুখ আশা করতে পারেন না।
আর মানবিক মূল্যবোধের কথা বলতে এসেছেন তারা আগে তা নিজেদের উপরে প্রয়োগ করে দেখুনগে তারপর অন্যকে বলতে আসবেন। অবদমন যাদের নিত্যবৈশিষ্ট্য করে তুলেছেন তাদের আর যাই হোক ভদ্রমানবিক সাধুতার কথা বলবেন না। ভূলে যাওয়া নারীকে আগে চিনতে হবে তার আপন বৈশিষ্ট্যকে তারপর আসবে তার পরিশীলতার প্রশ্ন। ততদিনে আপনারা ভদ্দরলোক মানুষরা গোপন লিপ্সা পালন করতে থাকুন।
এরপর ...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



