সব পুরুষ মানুষই বেজন্মার বাপ হইতে চায়।
এটা তাদের জন্মগত ইচ্ছা। এটা নিয়ে তাদের বলার কিছু নাই।
আমার খুব মজা লাগে যখন দেখি একটা লোক তার সন্তান এর জন্য গর্ব নিয়ে বলে - এটা আমার পুত্র। হায় অর্বাচীন - কে জানে এটা নিশ্চিত। মা ছাড়া আর কেউ তা বলতে পারে না। পুরুষের স্বভাবের কারনেই সে এই অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
একমাত্র মা ই সত্য।
বাবা - সেতো তোমার কল্পনা।
সকল পুরুষকে উচিৎ তার পিতৃ সন্মান থেকে বঞ্চিত করা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



