"ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়"
বাঙালী কেড়ে নিতে দেয়নি। বাংলার বীর সন্তানেরা পারেনি বসে বসে বাংলা ভাষার অপমৃত্যু দেখতে। তাইতো তারা বেরিয়ে পড়েছিল রাজপথে। আন্দোলন করে প্রাণ বিসর্জন দিয়েছিল আমার মায়ের ভাষার জন্য। সেই ৫২'র ভাষা আন্দোলন শুধু একটি ইতিহাস নয়, দিয়ে গেছে একটি শিক্ষা যে শিক্ষা আমাদেরকে অন্যায়-অবিচার আর শত্রুর বিরুদ্ধে মাথা উঁচু করে সংগ্রাম করতে প্রেরণা যোগায়। যে ভাষা আন্দোলন প্রেরণা আর শক্তি যুগিয়েছিল আমাদের স্বাধীনতা আন্দোলনে। বাঙালী যেমন পেরেছিল শত্রুর হাত থেকে আমার মায়ের ভাষা ছিনিয়ে আনতে, তেমনি পেরেছিল শত্রুর কালো থাবা থেকে আমার জন্মভূমিকে স্বাধীন করতে। আর যুগ যুগ ধরে এভাবেই প্রেরণা যুগিয়ে যাবে আমাদের সব বাঙালীর হৃদয়ে।
আসুননা, সেই স্মৃতিময় দিনগুলো থেকে একবার ঘুরে আসি এইখান থেকে
বিনম্র শ্রদ্ধা জানাই তাদেরকে যাদের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




