(পুন: পোস্ট ) দেশের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় কারাগারের জনৈক কর্মকর্তার মতে তার জেলখানার শতকরা নব্বই ভাগ বন্দী নিরাপরাধ। তাদের অধিকাংশই মিথ্যা মামলার হাজতী ও অন্যায় বিচারে দণ্ডপ্রাপ্ত কয়েদী। অপরাধ প্রমাণের আগেই নিরাপরাধ মানুষকে হাজতের নামে জেল খাটানো হচ্ছে বছরের পর বছর। ফলে বহু পিতা-মাতা সন্তানের শোকে শয্যাশায়ী হয়েছেন। স্বামীর অনিশ্চিত ভবিষ্যত দেখে অনেকের সংসার ভেংগেছে। তাদের বাচ্চারা সব পরিণত হয়েছে অসহায় কাঙালে। অনেকে মামলার পিছনে ছুটতে ছুটতে নি:স্ব হয়েছে। স্বাস্থ্য, সুখ, সম্পদ সবই হারিয়েছে। কারণ, এদেশের প্রশাসন, বিচার বিধি, কারাবিধি সবই চলছে বৃটিশ প্রবর্তিত আইনে। যে বৃটিশরা এককালে মুসলমানদের কাছ থেকে এ দেশের ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল প্রতারণার মাধ্যমে। ধিক আমাদের নেতাদের দুবার দেশ স্বাধীন হয়েও তাদের হুশ ফিরেনি। (মাসিক আত-তাহরীকের সম্পাদকীয় থেকে উদ্ধৃত)
যে সকল শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক কারণে অকারণে জেল খেটে এসে যে সকল বিবরণ লিখেছেন বই আকারে সেগুলো পড়লে একই তথ্যই বেড়িয়ে আসে। সাম্রাজ্যবাদী হানাদার বৃটিশরা এদেশের মানুষকে তাদের শত্রু মনে করেই এ সকল বিচার ব্যবস্থা, কারাবিধি তৈরী করেছিল। এদেশের মানুষকে জুলুম অত্যাচার, অবিচারের মাধ্যমে পদানত করার লক্ষ নিয়েই তারা তৈরী করেছে এ সকল বিধি-বিধান। দু:খ জনক হল, তাদের চলে যাওয়ার পর তাদের সুযোগ্য উত্তরসূরীরা এগুলো কায়েম রেখে এখন পর্যন্ত মানুষের উপর তা প্রয়োগ করে অত্যাচার অবিচার চালিয়ে যাচ্ছে। কত অসংখ মানুষ দশ-বছর, বিশ বছর জেল খাটার পর মামলার রায়ে নিরাপরাধ হিসাবে মুক্তি পেয়েছে। তাদের এ দিনগুলো কে ফিরিয়ে দেবে? বিচারের নামে মানুষের উপর কত অবিচার করা হচ্ছে তার পরিসংখ্যান দেয়ার উদ্যোগ নিয়েছে কি কোন মানবাধিকার সংস্থা? গবেষণা করেছে কি কোন গবেষক? কেন এ অবস্থা? কারা দায়ী এ জন্য? যুদ্ধাপরাধী, মৌলবাদী গোষ্ঠি, ইসলামঅনুসারীরা না অন্য কেহ?
এ অবস্থার পরিবর্তনের জন্য কে এগিয়ে আসবে? দেশের নেতা-নেত্রীদের কোন কর্মসূচী আছে কি এ সমস্যার সমাধানে?
কেহ আছে কি যে বাস্তবায়ণ করবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই প্রত্যাশা : কারার ঐ লৌহ কপাট ভেংগে ফেল কররে লোপাট, শিকল পুজার পাষাণবেদী ভেংগে ফেল। কিংবা লাথ্থি মেরে ভাঙরে তালা, যত সব বন্দি শালা . .।
এমন এক শক্তির আগমন কামনা করি, যারা দেশের সকল কারাগারগুলো ভেংগে গুড়িয়ে দেবে। দেশের নিরাপরাধ মানুষগুলোকে মুক্তি করে দেবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






