(একটি এলোমেলো কবিতা)
বিচার চাই জাতির জনক হত্যার
বিচার চাই জাতির জনকের পরিবার হত্যার
বিচার চাই জাতীয় চার নেতার হত্যার
বিচার চাই খালেদ মোশাররফ হত্যার
বিচার চাই কর্ণেল হুদা হত্যার
বিচার চাই কর্ণেল তাহের হত্যার
বিচার চাই আইভি রহমান হত্যার
বিচার চাই শেখ হাসিনার হত্যা প্রচেষ্টার
বিচার চাই সকল নিহত আওয়ামী লীগার
আজ শুনলাম বিচার চাই ইয়েসউদ্দীনের
বিচার চাই কথিত যুদ্ধাপরাধীদের
কারণ এটা পছন্দ করে আমার প্রিয় সামহোয়ার
বিচার চাই না গভর্ণর মোনায়েম হত্যার
বিচার চাই না সিরাজ সিকদার হত্যার
বিচার চাই না বাসে আগুন দিয়ে পুরিয়ে মারার
বিচার চাই না ট্রেনে গার্ড পুরিয়ে হত্যার
বিচার চাই না সি এন জি ট্যাক্সি চালক হত্যার
বিচার চাই না বি বাড়িয়ার ১১ জনকে হত্যার
বিচার চাই না ড. ইকবালের মালিবাগ হত্যার
বিচার চাই না লগি বৈঠা দিয়ে মানুষ খুন করার
কারণ এগুলো পছন্দ নয় আমাদের বিগ খোদার
মনের মত বিচার চাই, ন্যায় বিচার চাই না
বিচার চাই তবে সব খুনীর বিচার চাই না
কারণ নিহতরা সকলে মানুষ হলেও ব্যবধান বর্ণের
বিচার চাওয়ার এখন শ্রেষ্ঠ সময় জেগেছে বাংলাদেশ
বিচার চাওয়ার দল বিজয়ী হয়েছে সাবাশ বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






