নীল রঙের এক টুকরো আকাশ
কখনও নীল কখনও সাদা
জানালার শিক গুলো আটকে ধরে ছোট ছোট মেঘ
বাতাসের তুমুল আবেগ
মেঘ গুলোকে টেনে নেয় পদর্ার বাইরে বার বার....
আমাদের ছোট জানালা থেকে আকাশ ছোঁয়া যায়
আকাশের মেঘগুলো যেন শির শির করে হাতের যন্ত্রনায়
হাতের ভেতর ছটফট করে বাচ্চা মেঘ
মেঘের বুকে ঘুমিয়ে থাকে আমার স্বপ্ন
জানালার পর্দায় আটকে যায় মেঘের দৌরাত্ন...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





